নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২২জানুয়ারি :: বাইক চুরির অভিযোগে অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হসপিটালে ভর্তি থাকা আসামি বাথরুম যাবার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও, কালনা মহকুমা হসপিটাল থেকে।
বাথরুম যাবার নাম করে এখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি।
ঘটনাটি ঘটে কালনা মহকুমা হসপিটালে। জানা গিয়েছে পলাতক ঐ আসামির নাম সুজয় মল্লিক। তার বাড়ি তালবোনা এলাকায়। বাইক চুরির কেসে অভিযুক্ত সে, পুলিশের হেফাজত নেয়া হয়েছিল তাকে।
শারীরিক অসুস্থতা থাকায় তাকে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়, আর এর পরই আজ হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি। ঘটনার খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ।