কালনা হাসপাতালের ফিমেল ওয়ার্ডে চলছে তোলাবাজি – অভিযোগ প্রসূতিদের পরিবারের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: পুত্র সন্তান হলেই দিতে হবে ৫০০ টাকা, কন্যা সন্তান হলে দিতে হবে ৩০০ টাকা,এমনি অভিযোগ সদ্যোজাতের পরিবারের ।এমন অভিযোগ সোমবার উঠে এলো।

কোনো ভুল না, একদম খাঁটি কথা,কালনা সুপার স্পেশালিটি হসপিটালের তৃতীয় তলের লেবার রুমের ওয়ার্ড গার্লরা এমনি ফতোয়া জারি করলো, দাবি মতো টাকা দিতে বাধ্য সদ্যজাতের পরিবাররা ।লিখিত অভিযোগ পাইনি,পেলে পদক্ষেপ নেবো পাল্টা দাবি সহকারী সুপারের । কালনা সুপার স্পেশালিটি হসপিটালে লেবার রুমের কয়েকজন ওয়ার্ড গালের বিরুদ্ধে সন্তান প্রসবের পর পেশেন্ট পার্টি থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল।

পূর্ব বর্ধমানের কালনা স্পেশালিটি ও মহকুমা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের আশ্বাস লিখিত অভিযোগ পেলে নেয়া হবে কড়া ব্যবস্থা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =