নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৩,মে :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ব্লকের মাঝে গ্রাম পঞ্চায়েতের অধীনে সোনাগাছি গ্রামের বাঁকারপুল সংলগ্ন এলাকায় একটি বাসগৃহের ছাদ উড়ে যায় ঘূর্ণিঝড়ে।
পাশাপাশি মুরগির ফার্ম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ফার্মের মালিক নিয়ামত আলী শেখ সরকারি সাহায্যে আরজি জানিয়েছেন ।পাশাপাশি তার পরিবার জানিয়েছেন সোমবার রাতের ঘূর্ণিঝড়ে তাদের বাড়ির ছাদ উড়ে যায়। তার পোল্ট্রি ফার্মে থাকা বহু মুরগি মারা গেছে এবং ফার্মটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক থেকে লোন নিয়ে ফার্ম করেছিলেন তিনি ।
একদিকে ব্যাংকের লোন পরিশোধের চাপ অন্যদিকে যে কোম্পানি মুরগির বরাত দিয়েছিল চরম লোকসানের মুখে পড়েছেন নিয়ামত আলী শেখ।
সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে এই ক্ষতি এখন সামলাবেন কি করে সেই চিন্তায় মাথাই হাত পড়েছে তার। ইতিমধ্যেই তার বাড়ি ও ফার্মে পরিদর্শনে যান মাঝের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান বিপুল রায় সহ একাধিক আধিকারিকগন।
উপপ্রধান বিপুল রায় জানিয়েছেন খুব শীঘ্রই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ব্যক্তিকে সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।