নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: ০৫ মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ১৬৫ নম্বর চাড়ালখালি গ্রামে কালিন্দী নদীর বাঁধে হাফ কিলোমিটার জুড়ে পাঁচটি জায়গায় বাঁধের নিচের অংশে গর্ত হয়ে নদীর নোনা জল ঢুকছে গ্রামে । ক্ষতিগ্রস্ত চাষের জমি ও পুকুরের মাছ।
ইতিমধ্যে চাষের জমিতে এক হাঁটু করে জল ঢুকে গিয়েছে । পাশাপাশি পূর্ব চাড়ালখালি, পুকুরিয়া, দেবলী সহ একাধিক গ্রামে নোনা জল ঢুকছে। এই গর্ত যদি আরো বেশি বড় আকার নেয় বড়সড় নদী বাঁধের ভাঙ্গনের কবলে পড়তে পারে হিঙ্গলগঞ্জের সাহেব খালি অঞ্চলের মানুষ।
সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অমিয় মন্ডল বলেন, কালিন্দী নদী ৫০ ফুটের মধ্যে বিভিন্ন পয়েন্টে নদীবাঁধে তলায় গর্ত হয়েছে। সেখান থেকে প্রচুর নোনা জল ঢুকছে । সেচ বিভাগে জানানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে । বাঁশ মাটির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করা হচ্ছে ।
নোনা জল ঢোকায় প্রায় ৩০০ বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে । অন্যদিকেও পুকুরে নোনা জল ঢোকায় ব্যাপক ক্ষতি হয়েছে মাছের। ঘূর্ণিঝড় মোকা নিয়ে আবহাওয়া দপ্তর সতর্কতার কথা বলেছেন । আর তারই মধ্যে নদী বাঁধে গর্ত হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ।