সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: রিশপ :: শনিবার ২০,জানুয়ারি :: কালিম্পং জেলার অন্তর্গত রিশপ গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্যের মোড়া এই গ্রাম।এই গ্রামটি থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাব্রু, মাউন্ট পান্ডিম, মাউন্ট সিমভো, মাউন্ট নরসিংহের, মাউন্ট সিনিওলচু হিমালয় পর্বতশৃঙ্গের চমৎকার দৃশ্য দেখা যায়। এখান থেকেই তুষার-ঢাকা চূড়া এবং দুর্দান্ত নেওরা উপত্যকা দেখবার রোমাঞ্চ অনুভব করা যায়।
জঙ্গলের ভিতর দিয়ে অন্তত দুই কিলোমিটার ট্রেক করে যেতে হয় টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷ এখান থেকে সূর্যোদয়, সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা লাভ সম্ভব হয়। টিফিনদাড়া ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য দৃশ্যমান। নীচের অংশ থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে পাইনের বন। এই ভিউ পয়েন্ট থেকে প্রায় ৩৬০ ডিগ্রির ভিউ পাওয়া যায়।
রংবেরঙের পাখি দেখতে পাওয়া যায়। গোটা গ্রাম ঘুড়ে বেরালেই চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন উক্ত গ্রামের চারিদিকে রয়েছে জঙ্গল৷ মাঝে মাঝেই সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ৷ সেই সময় গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷
বার্চ, ফার, পাইন, রডোডেনড্রন এবং অর্কিডের ভার্জিন ফরেস্টের মধ্য দিয়েও লাভা পৌঁছতে পারেন যা মাত্র চার কিমি দূরে, শান্ত পরিবেশ এবং বরফে ঢাকা হিমালয় পর্বতমালার দুর্দান্ত দৃশ্য। প্রকৃতিপ্রেমীদের কাছে এই স্থানটি হল স্বর্গ। রিশপ সমস্ত ফটোগ্রাফারদের কাছে বিশেষ জনপ্রিয়।এটি দুর্দান্ত ল্যান্ডস্কেপ, হিমালয়ের বিভিন্ন ধরণের পাখি, মিল্কিওয়ে বা স্টার ট্রেইলের শুটিংয়ের জন্য উপযুক্ত জায়গা।