কালিম্পং জেলার অন্তর্গত রিশপ , দুর্দান্ত প্রকৃতি রূপ এখানে

সজল দাশগুপ্ত  ::  সংবাদ প্রবাহ ::  কালিম্পং   :: সোমবার ১১,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত রিশপ , দুর্দান্ত প্রকৃতির রূপ এখানে । রিশপ 2591 মিটার (8500 ফুট) উচ্চতায় অবস্থিত। এই শান্ত হিমালয় এর গ্রামটি  থেকেই   মাউন্ট কাঞ্চনজঙ্ঘা,  মাউন্ট কাব্রু, মাউন্ট পান্ডিম, মাউন্ট সিমভো, মাউন্ট নরসিংহের, মাউন্ট সিনিওলচু মতো অন্যান্য হিমালয় পর্বতশৃঙ্গের  চমৎকার দৃশ্য দেখা যায় ।
তুষার-ঢাকা চূড়া এবং দুর্দান্ত নেওরা উপত্যকা দেখার জন্য রেয়েছে সেরা  ভিউ পয়েন্ট ।  জঙ্গলের মধ্যে ২ কিলোমিটার ট্রেক করে যেতে হয় টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷  এখান থেকেই সূর্যোদয়, সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা দুর্দান্ত । টিফিনদাড়া ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের প্যানোরমা ক্যামেরাবন্দি খুব সুন্দর অনুভূতি। নীচের অংশ থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে পাইনের বন। এই ভিউ পয়েন্ট থেকে প্রায় ৩৬০ ডিগ্রির ভিউ পাওয়া যায়।
পাখি দেখা-পাখির ছবি তোলার জন্য সেরা গন্তব্য হল রিশপ৷ গোটা গ্রাম ঘুরলে  চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে রয়েছে জঙ্গল৷ মাঝেমধ্যেই সবুজ উপত্যকায় এসে আটকে যায় মেঘ৷ তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =