নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালিম্পঙ :: পাহাড়ি রাস্তায় খাদে পড়ে গেলো একটি ছোট গাড়ি। আর এতেই আহত হল ৫-৬ জন। কালিম্পং জেলার চুইখিমের রাস্তায় রবিবার বিকেল বেলায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানিয়রাই আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। সকলের চিকিৎসা চলছে ওদলাবাড়ি হাসপাতালে।
জানা গেছে রবিবার হাটের দিন ওদলাবাড়ি থেকে ১২ জন প্যাসেঞ্জার নিয়ে চুইখিম যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় ব্রেক ফেল হওয়ার কারনে খাদে পড়ে যায় গাড়িটি। আর এতেই যাত্রীরা আহত হয়েছে। আহতদের বাড়ি চুইখিম এলাকায়।
আহতদের আঘাত বেশি না হওয়ায় সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে রাস্তা থেকে ৫-৬ ফিট নিচে পড়ে যায় ছোট গাড়িটি।
