নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালিয়াগঞ্জ :: বুধবার ৯,আগস্ট :: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আট নম্বর মুস্তাফা নগর পঞ্চায়তে আগুন ধরিয়ে দেওয়া হল পেট্রোল বোমা ছুঁড়ে | কালিয়াগঞ্জ এর ওই পঞ্চায়েতে বোর্ড গঠনে বাধা দেওয়া হয় মহাজোট সদস্য দের। তৃণমূলের সুব্রত মন্ডল ও টুম্পা বর্মন পাল তৃণমূল ছেড়ে বিরোধী মহাজোটে যোগ দেয়।
উল্লেখ্য ৩০ সদস্যের আট নম্বর মুস্তাফা নগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সংখ্যা ছিল ১৬ জন। অন্যদিকে বিজেপি কংগ্রেস সিপিএম মিলে সদস্য সংখ্যা হয়েছিল ১৪। এরপরই তৃণমূলের দুই সদস্য দল ত্যাগ করে মহাজোটে যোগ দেয়।
এর ফলে তৃণমূল সংখ্যালঘু হয়ে ১৪ সদস্যে পৌঁছায়। অন্যদিকে মহাজোটের সংখ্যা দিয়ে দাঁড়ায় ষোলতে। তৃণমূল ত্যাগী সুব্রত মন্ডল কে প্রধান করে বোর্ড গঠনে উদ্যোগী হয় মহাজোট। এতেই বাধা দেয় তৃণমূলের গোলাম মোস্তাক। পুলিশের সামনেই চলে ধুন্দুমার কান্ড