কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,ডিসেম্বর :: কালিয়াচকের আলিপুরে কংগ্রেসের কর্মী সভায় মানুষের ভিড় লক্ষণীয় উপস্থিতি মহিলাদের। শনিবার বিকালে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় কালিয়াচক এক ব্লকের আলিপুর ২ অঞ্চলের সেরশাহিতে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলই নিজেদের সভা সমিতি শুরু করে দিয়েছে।

এই কর্মী সভায় তাই হাজার খানেক কংগ্রেসের কর্মীবৃন্দরা উপস্থিত হন। লক্ষণীয় ব্যাপার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহিলাদের প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে এক অনন্য নজির গড়েছেন। এমত অবস্থায় শনিবার কংগ্রেসের এই কর্মী সভায় অধিকাংশ মহিলাদের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করবে। তার সঙ্গে একটি অঞ্চলের কর্মী সভায় এত লোকের জমায়েত চিন্তার ভাজ ফেলবে বিভিন্ন রাজনৈতিক দলের।