কালীপুজোর রাতে রুদ্ররূপে দেবী হংসেশ্বরী, ভক্তদের ভিড়ে মুখর বাঁশবেড়িয়া মন্দির প্রাঙ্গণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁশবেড়িয়া :: রবিবার ১৯,অক্টোবর :: বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে দীপান্বিতা অমাবস্যার রাতে বিরল দৃশ্য — শান্ত রূপ ত্যাগ করে রুদ্র রূপে আবির্ভূত হন দেবী হংসেশ্বরী।বছরের এই একদিনই মায়ের জিহ্বা প্রকাশ পায়, তাতে পরানো হয় সোনার জিভ ও মুখে রুপোর মুখোশ। মাথায় রাজবেশ ও মুকুট পরে পূজা শুরু হয় সন্ধ্যা আরতির পর। সারারাত চলে আরাধনা, ভোরের আলো ফুটতেই মা ফিরে আসেন শান্ত রূপে।

কালীপুজোর রাতে ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই পূজার আয়োজন সম্পন্ন হয়। মন্দিরের প্রধান সেবাইত জানান, “এই এক রাতই মা রুদ্রমূর্তি ধারণ করেন, বাকি সময় দক্ষিণাকালীর শান্ত রূপেই পূজা হয়।”

শতাব্দীপ্রাচীন এই মন্দির আজও ভক্তিমূলক ঐতিহ্যের প্রতীক হলেও ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে, সংস্কারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =