কালীপুজোয় আত্মীয়ের বাড়িতে এসে দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল হাওড়ার চার যুবক। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

উদয়নারায়ণপুরের সাহাচক পেড়ো আউটপোস্টের কোলে বাড়ির সাহাচক পল্লিসমাজের বারোয়ারী পুজোয় দাশনগরের দক্ষিণ শানপুর বটতলা থেকে গিয়েছিলেন এগারো জন যুবকের ওই দল বৃহস্পতিবার দুপুরে তারা বাইকে করে গিয়েছিলেন।

পুজো শেষে শুক্রবার দুপুর নাগাদ সাহাচক থেকে ৪ কিমি দুরে দামোদরের খিলা নয়াচক ঘাটে এরা স্নান করতে যান।

সেই সময় দামোদরের ভরা কোটাল ছিল। ভরা কোটালে এগারো জনই তলিয়ে যান। এই অবস্থায় ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ৭ জনকে উদ্ধার করতে পারলেও সুমন সাপুই(২০), শুভজিৎ মন্ডল(২২), তন্ময় দাস(২১) এবং স্বর্ণেন্দু পাত্র(২২) এই চারজন এখনও নিখোঁজ । সুমন সাপুই সানপুরের বাসিন্দা বাকি সকলেই দাস নগরের বাসিন্দা ।

তাদের খোঁজে দামোদরে জাল ফেলে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে দাশনগর এলাকার সকল কারখানায় কাজ বন্ধ করে দেওয়া হয়। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন স্থানীয় মানুষ।নিখোঁজদের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =