কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঁঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভীড়।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৫,অক্টোবর :: কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঁঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভীড়। কালীপূজোর চলছে জোর কদমে প্রস্তুতি চলছে পাঁঠা বিক্রয় ও ক্রয়ের । শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানি ব্যাপক হয়েছে জানিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা।

উল্লেখ্য আগামী ৩১ নভেম্বর রয়েছে কালী পূজা। অনেক ক্ষেত্রেই মানত হিসেবে পাঁঠা বলির প্রথা থাকে কালী পূজা মন্ডপে। তাই পূজোর মরশুমে পাঁঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরা নয়। বাইরের লোক জনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন।

এক একটি পাঁঠা ১০ হাজার২০ হাজার ৫০ হাজার এমনকি ৬০-৭০ হাজার টাকারো পাঁঠা রয়েছে এই হাটে। হাট কমিটির বক্তব্য বর্ষার জন্য একটু সমস্যা তৈরি হয়েছে তবে অনেকটাই বাজার আজ ভালো হয়েছে তাছাড়া আগামীতে আরও একটি হাট রয়েছে সেটিও ভালো হবে বলে আশাবাদী তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =