নিজস্ব সংবাদদাত :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ১০,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ইছাপুর দক্ষিণ ক্যানেল পাড়ে কালীমন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে ঘটে এই চুরি।
অভিযোগ পেয়ে মেমারি থানার পুলিশ তদন্তে নামে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চোর ও চোরাই দ্রব্যের ক্রেতাকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন বাচ্চু মল্লিক ও সেখ ইনসান।
স্থানীয় বাসিন্দা নিরুপম দেবনাথ জানান, কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে পিতলের দুটি ঘট ও চারটি তীরকাঠি চুরি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।