কালী-কার্তিকের দেশ হিসেবে পরিচিত’ সোনামুখীতে এক পূজো কমিটির হাত ধরে এবার হাজির ‘বুর্জ খালিফা’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: কালী-কার্তিকের দেশ হিসেবে পরিচিত’ সোনামুখীতে এক পূজো কমিটির হাত ধরে এবার হাজির ‘বুর্জ খালিফা’! প্রাচীণ এই পৌর শহরের দু’নম্বর ওয়ার্ডের মধ্যম কালী মাতা পূজো কমিটি, ক্লাব পাঞ্চজন্যের সৌজন্য ঘরে বসেই ‘বুর্জ খলিফা’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়ে গেলেন সোনামুখীর মানুষ।

উদ্যেক্তারা জানিয়েছেন, তাঁদের পূজো প্রায় ২৫০ বছর ধরে হয়ে আসছে, এই বছর তাদের ভাবনায় এই থিম ফুটে উঠেছে। বাজেট ৭লক্ষ টাকা। এই পূজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নরনারায়ন সেবা সবই হয়। সবে মিলে থিমের চমক এবং ঐতিহ্যের মেলবন্ধন কে দেখতে পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে শুরু করে মফস্বলের মানুষ ভীড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + three =