নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: রবিবার ২৬,অক্টোবর :: উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রাজা প্যারী মোহন রোড ইয়ুথ ফোরাম কালী পুজো কমিটির মন্ডপ খোলা চলছিল। ওই যুবক প্যান্ডেল খুলতে এসেছিলেন।
প্যান্ডেলের উপর বিদ্যৎ এর তার রয়েছে। অকস্মাৎ বিদ্যুতের তারে হাত লেগে তড়িদাহত হন। মৃতের নাম দীপ চৌধুরী(৩২) । বাড়ি উত্তরপাড়া মাখলায়।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উপরে ঝুলতে থাকেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছায়।দমকলের সাহায্যে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কেন বিদ্যুৎ চালু থাকা অবস্থায় প্যান্ডেল খোলা হচ্ছিল তা দেখছে পুলিশ।

