সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ২১,অক্টোবর :: কালী পুজোর আগে আবারও ভাসতে চলেছে বাংলা , এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং তার জেরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস ।
আর তাই ঘূর্ণিঝড় দানার আতঙ্কে ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে সাগরদ্বীপের বাসিন্দাদের। ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করার কাজ শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় দানার গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা, মাইকিং করে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কীকরণ বার্তা দেয়া হচ্ছে। যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে অবিলম্বে বন্দরে নিরাপদে ফিরে আসার জন্য নির্দেশ জারি করেছে মৎস্য দপ্তর।