নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার সকাল থেকে বাঁকুড়া জেলা জুড়েই ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিন সকাল থেকেই সূর্যের দেখা নেই, মেঘলা আকাশ সঙ্গে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে।
আলোর উৎসব দীপাবলি আর কালী পূজোর দিন এই বৃষ্টিতে মন খারাপ পূজো উদ্যোক্তা থেকে দর্শনার্থী সকলের। একই সঙ্গে চরম আতঙ্কে জেলার কৃষিজীবি মানুষ। এমনিতেই চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধানের চাষ সেভাবে হয়নি, এখন ধান কাটার মরশুমে বৃষ্টি হলে চরম আর্থিক সমস্যার মধ্যে তারা পড়বেন। সবমিলিয়ে ‘সিত্রাং’ এখন আতঙ্কের নাম পূজো উদ্যোক্তা, দর্শনার্থী থেকে কৃষিজীবি মানুষ সকলের কাছে।