কালের নিয়মে হালখাতার কৌলিন্য হারিয়ে গিয়েছে। এই মোবাইল ডিজিটাল এর যুগে ক্রমশই বাতিলের খাতায় চলে যাচ্ছে।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১২,এপ্রিল :: হালখাতা একসময় ছিল নস্টালজিয়া, হালখাতার হাত ধরে আগমন হতো বাঙালির পয়লা বৈশাখের। ৫০-৬০৭০ ৮০ ৯০ দশকে হালখাতাই ছিল পয়লা বৈশাখের মূল মন্ত্র। প্রায় প্রত্যেকটি দোকানে প্রচলন ছিল এই হালখাতার। তবে কালের নিয়মে হালখাতার কৌলিন্য হারিয়ে গিয়েছে। এই মোবাইল ডিজিটাল এর যুগে ক্রমশই বাতিলের খাতায় চলে যাচ্ছে।

আগে হালখাতা কিনবার জন্য যে পরিমাণ ভিড় লক্ষ্য করা যেত সেই ভিড় এখন উধাও। এই বিষয়ে শিলিগুড়ির মহাবীরস্থানের এক হালখাতা বিক্রেতা জানান কম্পিউটার ডিজিটাল যুগের কারণে এখন হালখাতার প্রচলন ধীরে ধীরে কমছে। আগের মত সেই রকম অর্থে আর বিক্রি হয় না, তবে বিক্রি হচ্ছে কিন্তু আগে যে চাহিদা ছিল সেই চাহিদা আর এখন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 3 =