সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: রায়দিঘি থানার অন্তর্গত কাশিনগর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো মা ও শিশুদের বিক্ষোভ অবস্থান। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্রততী মুখার্জি, প্রতিমা মন্ডল, নাজিরা খাতুন ,অঞ্জিলা শিকারি এবং অন্যান্য মহিলারা। কোভিড বিধি মেনে স্কুল খোলা ও নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে কাশিনগর বাসস্ট্যান্ডে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের(AIMSS) পক্ষ থেকে এই বিক্ষোভ অবস্থান চলে।
এই বিক্ষোভের কয়েক শত মহিলারা অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড নিয়ে কাশিনগর বাস স্ট্যান্ড থেকে খাড়ী অঞ্চল অফিস পর্যন্ত পায়ে হেঁটে পথসভা করে প্রতিবাদ জানান। মূলত তাদের দাবি সরকারকে স্কুল তাড়াতারি খুলতে হবে। ছাত্র-ছাত্রীদের হাতে এন্ড্রয়েড মোবাইল দেওয়া বন্ধ করতে হবে।
বেশিরভাগ সময় ছাত্র-ছাত্রীরা মোবাইলের দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ছে , যার ফলে শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়ছে। অবিলম্বে এসব বিরুদ্ধে সোচ্চার হয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের কে আবার নতুন করে স্কুলের পঠন পাঠন চালু করতে হবে। তাদের দাবি হলো মোবাইল নয়, শিক্ষা চাই। শিক্ষার মাধ্যমে স্কুলের ছাত্র ও ছাত্রীরা তাদের আদর্শ এবং নীতিবোধ জাগ্রত হবে।