নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বুধবার ৩০,এপ্রিল :: কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে পথে নামল চোপড়া ব্লক কংগ্রেস। আজ চোপড়া ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা দলের নির্দেশ মেনে কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোমবাতি মিছিল করলেন চোপড়ার লালবাজার এলাকায় ।
এই মিছিলে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাক্তার মশিউরুদ্দিন , চোপড়া ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহবুব আলম, ঘিন্নিগাঁও অঞ্চল প্রেসিডেন্ট সেরাজুল হক সহ অন্যান্য নেতৃত্বরা।
মিছিলের পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তোলে তারা । অন্যদিকে কেন্দ্র সরকারের দিকেও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মশিউরুদ্দিন ।