নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: কাশ্মীরের পেহেল গাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানায় কতকগুলি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। প্রতিবাদে সরব হয়েছে জাতি ধর্ম মত নির্বিশেষে সকলেই। এমন কি বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই নিন্দনীয় ঘটনার।
এদিন বিকালে বোলপুর শ্রীনিকেতন এলাকায় রুপপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জঙ্গি হানার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি মোমবাতি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল থেকে নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি ও বোলপুরের বিধায়ক চন্দনাথ সিনহা। এছাড়াও মিছিলে বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।