নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: কাশ্মীরে ফের জঙ্গি হামলার রক্তচক্ষু। প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। এই ভয়াবহ ঘটনার সরাসরি সাক্ষী হুগলির ব্যান্ডেল টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে ও তাঁর পরিবার। বেড়াতে গিয়ে সন্ত্রাসের কবলে পড়েছেন তিনি, তাঁর স্ত্রী এবং ছোট পুত্র।
চঞ্চলবাবু জানান, আচমকা গুলির শব্দ ও হাহাকার। চোখের সামনে মৃত্যু, আতঙ্ক আর চরম বিশৃঙ্খলা। সেই দৃশ্যের মানসিক আঘাতে তাঁদের পুত্র শিশুটি সম্পূর্ণভাবে চুপ করে গিয়েছে। কথা বলা বন্ধ করে দিয়েছে সে। বর্তমানে পরিবারটি কাশ্মীরেই আটকে পড়েছে।
নিরাপত্তা ও মানসিক চিকিৎসার জন্য প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত সাহায্যের আহ্বান জানিয়েছেন।