নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট :: শুক্রবার ২৫,এপ্রিল :: নিজস্ব সংবাদদাতা :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সাইবালা ৮ নম্বর ওয়ার্ড আমরা সবাই মাঠ থেকে রাজনৈতিক ভেদাভেদ ভুলেগিয়ে সবাই একসঙ্গে পা মেলালেন হত্যার বিরুদ্ধে ।
গর্জে উঠেছে গোটা দেশ এই প্রতিবাদে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই এক চাইছে দোষীদের কঠোর শাস্তি আর পাশাপাশি প্রত্যাঘাত বৃহস্পতিবার রাতে সব রাজনৈতিক দলের হাতে মোমবাতি বুকে কালো ব্যাজ আইনজীবী থেকে শিক্ষক সমাজের বিশিষ্টজনেরা পথে চাইছে দেশ একটা কিছু করুক।
বারবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ উপত্যকা কখনো সেনা কখনো নিরীহ মানুষ মৃত্যু হয়েছে কয়েক দশক এই চিত্র দেখেছে গোটা দেশ গোটা বিশ্ব এবার পথে সব ধর্মের মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কে নেই এই নিঃশব্দতার প্রতিবাদে ।
ধিক্কার কঠিন শাস্তি প্রত্যাঘাত দেখতে চাইছে গোটা দেশ তাই রাজনৈতিক ভুলে গিয়ে সবাই একই মঞ্চে একই পায়ে পা মেলালেন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বসিরহাট শহরের প্রাণকেন্দ্র টাকি রোড সহ একাধিক জায়গায় তারা পদযাত্রায় সামিল হলেন।