সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: কাশ্মীরে বেড়াতে গিয়ে এই উদ্বেগ জনক পরিস্থিতিতে আটকে পড়েছেন সাগরের ২৫ জনের একটি পর্যটক দল। উদ্বেগ জনক পরিস্থিতিতে চিন্তিত তাদের বাড়ির লোকজন । বিভীষিকাময় ঘটনার আতঙ্ক পিছু ছাড়ছেনা পর্যটকদের পরিবারগুলিতে।
কাশ্মীরে কি পরিস্থিতি তা জানতে সংবাদমাধ্যমে সর্বদাই চোখ রাখছেন তারা । গত সোমবার সাগরের নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না, মানস পড়ুয়া, স্বপন বাগ,বাপি মান্না ,মইদুল ইসলাম সহ ২৫ জন পর্যটক কাশ্মীরে বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়েছিলেন । ঠিক সময় মতন কাশ্মীরে পৌঁছেও গিয়েছিলেন ।
পরিবারের সঙ্গে কথা হয়েছিল মঙ্গলবার দিন পেহেলগাও যাওয়ার কথা ছিল তাদের। যদিও তারা মঙ্গলবার বিকেলে পেহেলগাঁওয়ের বদলে অন্য একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন । ওইদিন বিকেলে ভূস্বর্গ কাশ্মীরে কি ঘটনা ঘটেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। জঙ্গিদের গুলিতে নিহত হয় ২৬ জন পর্যটক।
এই ঘটনার খবর সামনে আসায় গোটা দেশে যেমন উদ্বেগ ছড়িয়ে পড়েছে তেমনি উদ্বেগ ছড়িয়েছে মান্না পরিবার , পড়ুয়া পরিবার ও বাগ পরিবারে। তার কারণ তাদের পরিবারের সদস্যরা কাশ্মীরে রয়েছেন ।
বারবার টিভির পর্দায় চোখ রাখছেন । পাশাপাশি মোবাইলের মাধ্যমে তাদের পরিস্থিতি জানার চেষ্টা করছেন । উদ্বেগে দুচোখের পাতা এক করতে পারছেন না ।
পেহেলগাঁওয়ে ঘটনার পর হোটেলেই আটকে রয়েছেন সাগরের ২৫ জন পর্যটক। ঠিকঠাক মতন খাবারের পরিষেবা পাওয়া যাচ্ছেনা। গোটা কাশ্মীর জুড়ে উদ্বেগের পরিস্থিতি।