কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)–এর অর্থায়নের সূত্র নিয়ে বড় তথ্য হাতে পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::ব্যুরো নিউজ :: বুধবার ৩,সেপ্টেম্বর :: কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)–এর অর্থায়নের সূত্র নিয়ে বড় তথ্য হাতে পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)।

তদন্তে জানা গিয়েছে, লস্কর-ই-তইবার ছায়া সংগঠন TRF–কে অর্থ সাহায্য এসেছে মূলত পাকিস্তান, মালয়েশিয়া ও একাধিক উপসাগরীয় দেশ থেকে।

NIA সূত্রে খবর, এই অর্থায়ন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালানো, অস্ত্র কিনে আনা এবং স্থানীয়দের প্ররোচিত করার কাজে ব্যবহার করা হচ্ছিল। পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলাররা হাওয়ালা ও অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা পাঠাতো।

পাশাপাশি মালয়েশিয়া এবং উপসাগরীয় অঞ্চলে বসবাসরত কিছু প্রবাসীও এই অর্থ সংগ্রহ ও পাঠানোর কাজে জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করছে তদন্তকারীরা।

এনআইএ ইতিমধ্যেই কয়েকজন দালাল ও সন্দেহভাজনের সন্ধান পেয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক অর্থ জোগান বন্ধ করাই এখন প্রধান লক্ষ্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, TRF–এর এই অর্থায়ন নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য একাধিক দেশকে ইতিমধ্যেই সহযোগিতার অনুরোধ পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, TRF–কে ঘিরে পাকিস্তানের ভূমিকা আবারও প্রমাণিত হলো। জঙ্গি কার্যকলাপ রুখতে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =