সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: গোটা বিশ্বের ফুটবল প্রেক্ষাপটে ভারত আর শিশু নেই, কিংস কাপে তার প্রমাণ মিলল। কিংস কাপের সেমিফাইনালে ইরাকের সঙ্গে সমানে সমানে টক্কর দিল ভারতীয়রা।
তবে শেষ রক্ষা হয়নি পেনাল্টি শুট আউটে ভারতকে পরাজয় স্বীকার করতে হয়। প্রশ্ন উঠছে রেফারিং নিয়ে? দুইবার এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। ইরাকের কাছে পরাজয় স্বীকার করতে হলো ভারতকে। ম্যাচের যখন বয়স ১৬ মিনিট সেই সময় মহেশের পা থেকে একটি দুর্দান্ত গোল করে ভারত এগিয়ে যায়।
এরপর পেনাল্টি থেকে সমতা ফেরায় ইরাক। দ্বিতীয় অর্ধে আবারো গোল করে এগিয়ে যায় ভারত। এরপর ৮০ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে পুনরায় সমতা ফেরায়। যে পেনাল্টি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে?
হয়তো সঠিক রেফারিং হলে খেলার ফলটা আলাদা হতে পারতো। তবে শেষের ১০ মিনিট ইরাক দশজনে খেলে কারণ ইকবাল লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে ভারত পরাজয় স্বীকার করে।