নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১২,ডিসেম্বর :: হাওড়া আমতার সিরাজ বাটি চক্রের অন্তর্ভুক্ত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালযে শুরু হল হাতে কলমে গণিত শিক্ষার কিডস ম্যাথ ল্যাব। ল্যাবে থাকছে প্রায় শতাধিক আইটেম। এগুলির মধ্য দিয়ে শিশুরা সহজে, আনন্দদায়ক ভাবে গণিতের বিভিন্ন বিষয় আয়ত্তে আনতে পারবে। ম্যাথ ল্যাব- এর উদ্বোধন করেন সিরাজ বাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে।

এটি শিশুদের মন থেকে গণিতের প্রতি ভীতি দূর করতে সাহায্য করবে। ” দেশলাই বাক্স, মাটির ইঁট, আইসক্রিমের কাঠি, দেওয়াল ও মেঝেতে অঙ্কন, ম্যাথ ট্রি, কাঠের সরঞ্জাম ইত্যাদি র মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা উপস্থাপন করা হয়েছে সেগুলি নিয়ে হাতে কলমে নানা কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
