কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: কিষাণগঞ্জ :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: বিহারের কিশানগঞ্জ জেলা থেকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে তার নাম সন্ত্রাসবাদী মহম্মদ মহবুব আলম নদভীকে গ্রেপ্তার করল কিশনগঞ্জ সদর থানার পুলিশ।। বুধবার গভীর রাতে জেলা পুলিশের সহযোগিতায় এনআইএ-র বিশেষ দল গোপন অভিযানে তাকে পাকড়াও করে।সূত্রের খবর, ধৃত জঙ্গির নাম বহু আগে থেকেই এনআইএ-র তালিকাভুক্ত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে থেকে সে দীর্ঘদিন ধরে নাশকতার ছক কষছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি, ডিজিটাল ডিভাইস ও সন্দেহজনক জিনিস উদ্ধার করেছে তদন্তকারীরা। আগামী দিনে তাকে আদালতে তোলা হবে এবং হেফাজতের আবেদন জানানো হবে।
এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, তার জেরা করে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার আশা করা হচ্ছে। এই গ্রেপ্তারি সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের ছড়ানো প্রভাব রুখতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।