কিয়েভের দিকে এগোচ্ছে বিশাল রুশ সেনা বহর, প্রতিরোধের ভিডিও প্রকাশ ইউক্রেন বাহিনীর

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী।

রুশ যুদ্ধ  শুরু !

বৃহস্পতিবার দিনভর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার

সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে এই বিস্ফোরণগুলো ঘটে।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের লড়াই চলছে।

সুমি শহরে দুই লাখ ৬০ হাজার মানুষের বসবাস। শহরের স্থানীয় প্রশাসনের প্রধান ডিমিত্রো যাইভৎস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যদের বিশাল একটি বহর শহরটিকে পেছনে ফেলে পশ্চিমে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =