নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ১০,মে :: রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন! তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনেই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল ।
তবে এখন দেখার, এই নির্বাচনে শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী ১৩ ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন সে বিষয়ে মাথাব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এ বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিএম -কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন এ বিষয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমাদের চাই উন্নয়ন !
আমরা কথা বলেছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়নঘাঁটি ও আকলপুর গ্রামের মানুষের সাথে। সে সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তবে এলাকায় চাই আরো উন্নয়ন ।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষি কাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন তাদের এলাকায় চাই কৃষি কাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয়, তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা।