নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৭,মে :: কুড়মি সমাজের বিভিন্ন দাবি ও কুড়মি সমাজকে নিয়ে সম্প্রতি বিজেপির দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদ জানিয়ে কুড়মি সমাজের পক্ষ থেকে মালদা নালাগোলা রাজ্য সড়কের ২১ মাইল এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সমাজের কর্মীরা।
তাদের অভিযোগ সম্প্রতি তারা দিলীপ ঘোষের কাছে কুড়মি সমাজকে তরফে এসটি করার জন্য পার্লামেন্টে প্রস্তাব পাস করার জন্য। কিন্তু দিলীপ ঘোষ কুড়মি সমাজকে নিয়ে হুঁশিয়ারি দেওয়ায় তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বামন গোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের ২১ মাইল এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ও কূশপুতুল দাও করে দীর্ঘ এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সমাজের কর্মীরা।
যার জেরে দীর্ঘ সময় সমস্যা পড়তে হয় নিত্য যাত্রীদের সমস্যায় পরতে হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলার থানার পুলিশ।এবিষয়ে কুড়মী সম্প্রদায়ের তরফ অমূল্য মাহাতো বলেন এসটি দাবিতে পার্লামেন্টের মেম্বার দিলীপ ঘোষের তাই তার কাছে এস টি দাবি জানিয়ে কর্মী সমাজের তরফ যাওয়া হলে বলা হয়,, বারবার তার কাছে না আসে ।
এমন হুমকি দেওয়া হয়। তারই প্রতিবাদ আজ পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে কুর্মী সম্প্রদায় এর মানুষ। উপস্থিত ছিলেন
আদিবাসী কুর্মী সমাজের বামনগোলা ব্লক সভাপতি ছেদিলাল মাহাতো সাধারণ সম্পাদক বিপেন মাহাতো ও অমূল্য মাহাতো ।