নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীনগর :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: কুপওয়ারার মাছিল সেক্টরে সীমান্তের কাছে (লাইন অফ কন্ট্রোল) ভারতীয় নিরাপত্তা বাহিনী একটি অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করে — সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
ঘটনা সূত্রে জানা গেছে, গভীর রাতে এলওসি-এ সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সতর্ক টহলদারীরা পরিস্থিতি জানাতে সাথে সাথে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
সংক্ষিপ্ত বন্দুক লড়াই তে দুই পরম্পরাগত অপারেটিভ বা অনুপ্রবেশকারী মারা পড়ে; তাদের দেহ নিয়ন্ত্রণরেখার খুব কাছে পাওয়া গিয়েছে। চলতি সময়ে পুরো এলাকাটি ঘিরে তল্লাশি ও বিশদ ফসলি অপারেশন জোরদার করা হয়েছে।
পুলিশ ও সেনার কর্মকর্তারা জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং আশপাশে আরও কাউকে লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে এলাকাজুড়ে চেকপোস্ট ও সার্চ দল চালানো হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সেনা কর্তৃপক্ষ জন নিরাপত্তা বজায় রাখতে এবং কোনও সিভিলিয়ান -প্রভাব এড়াতে সতর্কতা জারি করেছে।
পটভূমি: কাশ্মীর উপত্যকা ও এলওসি-সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা মাঝে মাঝে ঘটছে; ভারতীয় নিরাপত্তা বাহিনী নিয়মিত তৎপরতা বজায় রেখে সীমান্তে সজাগ রয়েছে। এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা অবস্থানের আরো ধীর-স্থায়ী নজরদারি চালানোর কথা বলা হয়েছে।
অধিক তথ্য বা সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পেলেই আপডেট করা হবে।