নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি(দাদপুর) :: সোমবার ৩,মার্চ :: প্রয়াগের কুম্ভস্নান সেরে অযোধ্যা ও হরিদ্বার হয়ে ফেরার পথে হুগলির দাদপুরের সোমসারা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
৬২ জন যাত্রী নিয়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের চালকসহ মোট ২৩ জন আহত হন ।যার মধ্যে একটি শিশু ও একাধিক মহিলা।
আহত যাত্রীরা সকলেই উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা এবং এলাকার বিধায়ক অসীমা পাত্র। তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।