নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: কুম্ভমেলা গিয়ে উত্তর ২৪ পরগনার কানসোনা গ্রামে বাড়ি ফেরার পথে শনিবার পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া ১৯নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৮জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
ছোট ট্রাভেলার বাসের মধ্যে থাকা সবিতা বিশ্বাস ও রবি দাস জানান ছোট ট্রাভেলার বাস কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিল দশ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কানসোনা গ্রাম থেকে। ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়ক গলসি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গলসি থানার পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা গেছে বাসটিতে থাকা উত্তর ২৪ পরগনার কানসোনা গ্রাম ছাড়া ও গোবরডাঙ্গা গ্রামের মোট ছাব্বিশ জন যাত্রী ছিলো।তার মধ্যে ৮ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।