নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এই ঘটনায় ওই পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়।
গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখার্জি (২৭), শৈলেন বাবুর স্ত্রী রূম্পা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক।
পুলিশ মৃতদেহ গুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।