নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার,০৭ জানুয়ারি :: কুয়াশা ও অতিরিক্ত গতির জেরে দুর্গাপুরে মুখোমুখি গাড়ি দুর্ঘটনা।দুর্গাপুর ইস্পাত নগরীর পেট্রোল পাম্প সংলগ্ন রোটারির সামনে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে ঘটে গেল মুখোমুখি গাড়ি দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলআইসির দিক থেকে আসা গাড়িটি দুর্গাপুর ইস্পাত নগরীর পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির মালিক চক্রধর সর্দার , ছিলেন গাড়ির মালিকের স্ত্রী ও এক শিশু, তাঁরা স্কুলের দিকে যাচ্ছিলেন।
অন্যদিকে গান্ধীমোড় দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে রোটারির সামনে সজোরে ধাক্কা লাগে। ওই গাড়িতে ছিলেন সাগর রুইদাস, কোকওভেন থানার অধীন ডি.পি.এল কলোনির বাসিন্দা। দুর্ঘটনায় গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দুটি গাড়ির আরোহীদের অল্পবিস্তর চোট লাগলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশা ও একটি গাড়ির অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর সাব ট্রাফিকের ওসি সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা । ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।

