নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৪,এপ্রিল :: পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত গুপ্তিপাড়ার বৈদিক পাড়া এলাকায় একটি কুয়ো খনন করার সময় উপর থেকে ধস নেমে মাটিতে চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের। জানা গিয়েছে মৃত ওই শ্রমিকের নাম সুজিত সরদার ।বাড়ি গুপ্তিপাড়ার বাবুরডাঙ্গা এলাকায়। স্থানীয় এলাকারই বৈদিক পাড়াতে কুয়াকাটার কাজ করছিলেন তিনি এবং তার সাথে আরও ৬ জন শ্রমিক বাকিরা উপরে থাকলেও তিনি ওর নিচে নেমে কাজ করছিলেন এমন সময় আচমকাই উপর থেকে ধস নেমে যায়।
এরপরই তিনি মাটি চাপা পড়ে যান । তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।