কুরচিগ্ৰামে সকালে প্রতিমা গড়ে পুজো হয়ে আবার ভোর রাতে সূর্যোদয়ের আগেই বিসর্জন হয় – এই মা ন’ঠাকরুন ঠাকুর নামে পরিচিত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শুক্রবার ১,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কুরচিগ্ৰামে একটি পুরাতন বটবৃক্ষের নিচে মা ন’ঠাকরুনের পুজো। পূর্ব বর্ধমান কাটোয়া ২ব্লকের করুই অঞ্চলের কুরচিগ্ৰামে সকালে প্রতিমা গড়ে পুজো হয়ে আবার ভোর রাতে সূর্যোদয়ের আগেই বিসর্জন হয়। এই মা ন’ঠাকরুন ঠাকুর নামে পরিচিত।

কাটোয়া ২ ব্লকের করুই অঞ্চলের কুরচিগ্ৰামে মহা ধুমধামের সঙ্গে পালিত হল মা ন’ঠাকরুনের পুজো। ন’ঠাকরুনের পুজো ঘিরে উন্মাদনায় মেতে ওঠে আশপাশের অনেক গ্ৰাম। গ্ৰামের একটি বটগাছের নীচে মা ন’ঠাকরুনের পুজো করা হয়। এই পুজো ৫০০ বছরের পুরনো। গ্ৰামের চট্টোপাধ্যায় পরিবার এই পুজোর মূল সেবাইত ছিল।

বর্তমানে এখন সর্বজনীন পুজোর রূপ পড়েছে। অমাবস্যা শুরুর পর এই প্রতিমা গড়া হয়। পুজোর দিনেই চক্ষুদান কাজও সম্পন্ন হয়। পুরাতন প্রথা মেনে পুজো করা হয়। এই পুজো ঘিরে গ্ৰামে বসে মেলা। ভোর রাতে সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জনের রেওয়াজ আছে। এই পুজোকে ঘিরেই গোটাগ্ৰামে মেতে ওঠেন মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 18 =