নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: পবিত্র কুরবানী ঈদ উৎসবের দিন বড় মসজিদের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত টিটাগড়বাসী। টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে প্রকাশ্য দিবালোকে বি টি রোডের উপর একটি বোমা মারে দুষ্কৃতীরা। ব্যস্ত বি টি রোড ও উৎসবের দিন প্রকাশ্য দিবালোকে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার সাথে যুক্ত দুস্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ সহ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল।শান্ত টিটাগড়ে বোমাবাজির ঘটনায় নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এই ঘটনার পর অভিযুক্ত কাল্লুকে ধরে ফেলে একাকার লোকজন।এরপরে তাকে বেধড়ক মারধোর করে এলাকার মানুষ। তাকে বারাকপুর বি এন বসু হসপিটাল এ ভর্তি করা হয়েছে।