নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২২,জানুয়ারি :: আসানসোল পুরনিগমের ৯৯ নং ওয়ার্ড তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যে ভব্য পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষ্যে ১৩৫ বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন হয়।
এদিন ভরতচক গ্রামে উপস্থিত হয়ে দেখা যায়, রাম মন্দিরে রাম সীতা ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান জাম্বুবানের মূর্তির খড়ের মেড় রয়েছে। এই উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গরাই জানিয়েছেন, ভরতচক গ্রামে রামের পুজা প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে।
মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয়। তবে এদিন ৫৫০ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় রামলালা ফিরছেন। আজ সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই দিন ও মুহূর্তকে স্মরণে রেখে পূণ্য তিথি অনুসারে এখানের রাম মন্দিরেও পুজোর আয়োজন করা হয়েছে। একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগপ্রসাদ বিতরণ করা হবে। এই মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও জানান ।