কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর দিশাজনকল্যাণ কেন্দ্রে গ্রাহককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ২৭শে,মার্চ :: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর দিশা জনকল্যাণ কেন্দ্রে গ্রাহককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ! খবরসূত্রে জানাযায় ঝাড়খন্ডের পাকুড় থেকে দুই যুবক দিশা জনকল্যাণ কেন্দ্রে আসে ! তারপর দালালরা মারধর করে অনলাইন ৪৫হাজার টাকা নিজেদের একাউন্ট ট্রান্সফার করিয়ে নেয়ার অভিযোগ !

দুই যুবক বলেন যে তারা ডান্স দেখতে আসেন এবং তাঁদের কাছে অতিরিক্ত বিল দাবি করেন এবং তারপর তাঁদের কে মারধর করে এবং শেষপর্যন্ত দালালররা মোবাইল ছিনিয়ে মোবাইল থেকে টাকা অনলাইন নিজেদের আকাউন্ট ট্রান্সফার করে নেয়!এই ঘটনায় লছিপুর দিশা জনকল্যাণ কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়েছে !

একই সাথে এই ধরণের ঘটনা বন্ধ করার আবেদন করেন যৌনকর্মীরা ! যৌনকর্মীদের বক্তব্য যে এই ধরণের ঘটনা ঘটলে ধীরে ধীরে গ্রাহকদের আসা কমেযাবে ফলে তাতে অসুবিধার সম্মুখীন পড়তে হবে যৌনকর্মীদের । ফলে তারাও একইসাথে দাবি করছেন দালালদের অত্যাচার থেকে মুক্তি হয় যেন দিশাজনকল্যাণ কেন্দ্র!

ঘটনার বিষয়টি পাকুড় থেকে আসা দুইযুবক নিয়ামতপুর ফাঁড়িতে জানায় বলে জানান !এখন দেখার দালাল রাজ থেকে লছিপুর দিশাজনকল্যাণ কেন্দ্রর মুক্তি হয় কিনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =