কুলটি :: বকেয়া বেতন ও কারখানা খোলার দাবি জানিয়ে রাস্তা অবরোধ শ্রমিকদের:-

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১ লা,এপ্রিল :: কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কদভিটা ইমপেক্স ফেরো টেক এন্ড পাওয়ার লিমিটেডের সামনে শনিবার সকাল থেকেই রাস্তা অবরোধ করল শ্রমিকরা।তাদের দাবি অবিলম্বে বন্ধ কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া চার মাসের বেতন দিতে হবে।এই অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে বেশ কয়েকটি কারখানার পরিবহন ব্যবস্থা।

শ্রমিকরা জানান নেই তাদের কাজ,না পাওয়া গেছে বকেয়া বেতন।কোনো নোটিশ ছাড়াই আচমকা বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা।আর বকেয়া বেতন চাইলে দেওয়া হচ্ছে তারিখের পর তারিখ।তাই কোনো রাস্তা না পেয়ে ইমপেক্স এর শ্রমিকরা মিলে কারখানার সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করা হচ্ছে।

আমাদের দাবি বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে এবং বন্ধ কারখানা চালু করতে হবে।আর এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে এই অবরোধ চালু থাকবে।তবে অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ।এবং আসেন ৬৬নাম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অশোক কুমার পাসওয়ান ও তৃণমূল নেতা মোহিত মণ্ডল।তারা এসে বিক্ষোভ কারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা গুলি জানেন।

তারপর তারা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেন আজকেই তাদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।এই আশ্বাসের পরেই পথ অবরোধ তুলে নেই শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =