নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: রবিবার ৬,এপ্রিল :: জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার কোনওদিন সাধারণ মানুষের কথা ভাবে না।এর প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় বা ব্লকে-ব্লকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং
জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি প্রতিবাদে মিছিল করার নির্দেশ দিয়েছে তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নির্দেশ মত আজ বিকাল ৫টায় কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় সীতারামপুর থেকে লছিপুর মোড় পর্যন্ত মিছিল করা হলো এতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী , কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে।