নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: গত এক সপ্তাহ থেকে কুলটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪৪ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা । রাজ্যে প্রচন্ড দাবদাহকে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দেন পথচারীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতে ।
কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি স্টেশন মোড়ে তৃণমূলে ছাত্র পরিষদের উদ্দোগে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS এবং গুড় বাতাসার ব্যবস্থা করা হলো সধারন নিত্য পথযাত্রীদের জন্য । এতে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার এবং ছাত্র নেতা সেইফ খান সহ আরো অনেকে ।