কুলতলিতে বাঘের পায়ের ছাপ,ঘটনাস্থলে বন কর্মী ও পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: বুধবার কুলতলি থানার দেউলবাড়ি – দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ এলাকায় দেখা যায় যে বাঘের টাটকা পায়ের ছাপ l মুহূর্তের মধ্যেই পেটকুলচাঁদ সহ পাশের সাবুর আলীকাটা এলাকা জুড়ে ব্যাপক বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে l

সেই খবর পাওয়া মাত্রই বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং সেই ছাপ দেখে বাঘের বলে চিহ্নিত করে l এর পরে ঘটনাস্থলে চলে আসে রায়দিঘির রেঞ্জার সহ আরো অন্যান্য বন কর্মীরা l

বাঘের পায়ের ছাপকে ঘিরে এলাকায় যাতে কোনোরকম আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই কারণেই ঘটনাস্থলে পৌঁছে যায় কুলতলি থানার পুলিশ কর্মীরাও l এই মুহূর্তে ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেই বাঘের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা l

তবে বনদপ্তর সূত্রের খবর আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকে বাঘটি কোন ভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ এলাকায় lপায়ের ছাপ অনুযায়ী পূর্ণবয়স্ক পুরুষ বাঘ হওয়ার সম্ভাবনা রয়েছে l সন্ধ্যা গড়ানোর আগেই বনকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাঘের অবস্থান জানার জন্য l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =