নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: রবিবার ৯,জুলাই :: পঞ্চায়েতে ভোটের সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর। এবার আরও এক দেহ উদ্ধার। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। কুলতলির পশ্চিম গাবতলা এলাকায় ৯০ নম্বর বুথের কাছেই ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত ব্যক্তির নাম আবু সালেম খাঁ। বাড়ি পূর্ব গাবতলা এলাকায়। ওই ব্যক্তি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। তৃণমূলের সন্দেহ, খুন করা হয়ে থাকতে পারে তাঁদের দলীয় কর্মীকে । অভিযোগের তির সিপিএম ও বিজেপির দিকে। এদিকে ঘটনার খবর পেয়েই পশ্চিম গাবতলার ওই বুথ চত্বরে পৌঁছে গিয়েছে পুলিশের বিশাল বাহিনী।
কী কারণে মৃত্যু, সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি।এদিকে শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাপা উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছে। জানা যাচ্ছে, ভোটগ্রহণের শেষ পর্বেও ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। বোমাবাজিও হয়েছিল বলে অভিযোগ করছেন ভোটকর্মীরা।
ভয়ে ভোটকর্মীরা বুথ থেকে বেরিয়ে স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কারা বোমাবাজি করেছিল, তারা কোন দলের সমর্থক, সেই বিষয়টি বুঝতে পারেননি ভোটকর্মীরা। সন্ধের এই অশান্তি, গোলমালের পরই রাতের দিকে ওই তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখা যায় বুথের বাইরে। রক্তে মাখামাখি দেহ।