স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: ১৩,মে :: ঘূ্র্ণিঝড় মোকার আগাম সতর্কতা হিসেবে সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানা ও এনডিআরএফ এর পক্ষ থেকে মাইক প্রচার শুরু হয়েছে,সকাল থেকে কুলতলির থানার কৈখালীর, মাতলা নদীতে এনডিআরএফ এর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয় ।
 সঙ্গে নদী উপকূল পার্শবর্তী এলাকায় বসবাসকারী গ্রামে করা হয় মাইকিং, কুলতলি ও মৈপিঠ থানার পক্ষ থেকে এলাকার মানুষকে সাবধান করতে চলছে মাইক প্রচার । উপকূলীয় গ্রামগুলি পাশাপাশি নদীপথে মাইপিঠ কোস্টাল থানার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, কুলতলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
সঙ্গে নদী উপকূল পার্শবর্তী এলাকায় বসবাসকারী গ্রামে করা হয় মাইকিং, কুলতলি ও মৈপিঠ থানার পক্ষ থেকে এলাকার মানুষকে সাবধান করতে চলছে মাইক প্রচার । উপকূলীয় গ্রামগুলি পাশাপাশি নদীপথে মাইপিঠ কোস্টাল থানার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, কুলতলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

