সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: সোমবার ৯,ডিসেম্বর :: রবিবার রাতে কুলপির পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়। এলাকায় বোমাবাজির অভিযোগ উঠে আসে। গতকালের ঘটনার পর সোমবার সকাল থেকে থমথমে পরিস্থিতি কুলপির দৌলতপুর এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম ইলিয়াস হালদার (৬৪), রউফ হাসান হালদার (১৮)। অভিযুক্তদের গতকাল রাতে কুলপি দৌলতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কুলপি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে কুলপি থানার পুলিশ।
অভিযুক্তদেরকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে কুলপি থানার পুলিশ। অভিযুক্ত দের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতিপ্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছে কুলপি থানার পুলিশ।