কুলপিতে প্রকাশ্যে গ্রাহকের হাতে আক্রান্ত হলেন একটি অনলাইন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::কুলপি :: প্রতিদিনের মতন কাজে যোগদান করে অনলাইন সংস্থা বিভিন্ন পার্সেল নিয়ে গ্রহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিল একটি অনলাইন সংস্থার ডেলিভারি বয়। হঠাৎ গ্রাহকদের দরজায় দরজায় পার্সেল দিতে গিয়ে ঘটল অঘটন । প্রকাশ্যে গ্রাহকের হাতে আক্রান্ত হলেন একটি অনলাইন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়। গ্রাহকের মারে মাথা ফাটলো।এমনকি টাকা না দিয়ে পার্সেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই গ্রাহকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার দোলনঘাটা এলাকায়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ডায়মন্ড হারবারের রায়নগরের বাসিন্দা পেশায় ডেলিভারি বয় নয়ন আদককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে নয়নের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত গ্রাহকের খোঁজ শুরু করেছে কুলপি থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাহক বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =