সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: শনিবার ০২,ডিসেম্বর :: ধানক্ষেত থেকে ভেসে আসছে সদ্যজাতর কান্নার আওয়াজ | কাছে যেতে চোখ ছানাবড়া হয়ে গেল এলাকাবাসীদের। আর পাঁচটা দিনের মতনই ধান ক্ষেতে কাজ করতে গিয়েছিল গ্রামবাসীরা। কাজ করতে যাওয়ার সময় ধানক্ষেত থেকে এক সদ্যজাতর কান্নার আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা।

এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার অন্তর্গত রাজারামপুর দাস পাড়াতে । সদ্যোজাত টিকে নিজেদের কাছে রেখে দিয়েছে গ্রামবাসী। সদ্যোজাতটি কি ভাবে এই ধানক্ষেতে পৌঁছালো তার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।